পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা গ্রামে দলীয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলপুকুর ইউনিয়নের আমির মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার আ্যসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল টিম সদস্য জনাব রেজাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওঃ শহীদুল ইসলাম, জামায়াত মনোনীত বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও বেলপুকুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ নূর মোহাম্মদ।
প্রধান বক্তা মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবি নিয়ে এগিয়ে যাচ্ছে। দাবি গুলো আদায়ের মাধ্যমে দেশে সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন এদেশের মানুষ দেখতে পাবে ।
সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক ও সুধী সমাজসহ বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ করেছিল। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আইন শৃঙ্খলার অবনতি ও সামাজিক অবক্ষয় নিয়ে আলোচনার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।