পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ার ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জিউপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোনীত রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) এমপি প্রার্থী জনাব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা মাওলানা আহমাদ উল্লাহ, অধ্যাপক মিনহাজুল ইসলাম, হাফেজ হাফিজুর রহমান, মাওলানা মনজুর রহমান, এ এইচ এম মুনসুরুল হক মন্টু। ইউনিয়ন, সন্ঞ্চালক আমিনুল ইসলাম ডালিম, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পুঠিয়া উপজেলা।
প্রধান অতিথি নুরুজ্জামান লিটন বলেন, সময় এসেছে ইসলামকে বিজয়ী করার। সন্ত্রাস চাঁদাবাজি ছিনতাই অপহরণ আর ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে আগামী সংসদ নির্বাচনে ইসলাম পন্থীদের ভোট দেওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, যারা নামাজের দিকে ডাকে না বরং মাদকদ্রব্য হাতে তুলে দিয়ে যুব সমাজকে ধ্বংস করছে তাদের পরিহার করে চলতে হবে। ধর্ষণ প্রতিরোধ ইসলামী অনুশাসন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বিএ..