আসন্ন আগামী ২৯ ডিসেম্বর রাজশাহীর পুঠিয়ার ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ প্রজন্মের নেতৃত্ব আসিফ উজ্জামান আসিফ তার নির্বাচনী এলাকায় সালাম জানানোর পাশাপাশি সম্মানিত ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে তার নির্বাচনী এলাকা ভাল্লুকগাছি হাজিরহাট,মাঝপাড়া বাজার, কাউন্সিল বাজার,পশ্চিমভাগ, বাঁশবাড়িয়াসহ বেশ কয়েকটি স্থানে সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আসিফ উজ্জামান আসিফ নির্বাচনে ভাল্লুকগাছি ইউপিতে জাপার লাঙ্গল প্রতিক নিয়ে লড়বেন।
ভোটারা জানান, তরুন শান্ত-শিষ্ট্র,নম্র- ভদ্র, স্বভাবের একজন মানুষ এবং অসহায় হতদরিদ্র মানুষের দু:খ দু’র্দশায় বিপদে-আপদে সর্বদা পাশে থাকেন তিনি। বিবেকের ব্যাকুলতায় নিজ সামর্থ্য অনুযায়ী যখন যেভাবে পারেন অসহায়দের পাশে দাঁড়ান। ভোটাররা আরও বলেন, ভাল্লুকগাছি ইউনিয়নে উন্নয়নের স্বার্থে আসিফ উজ্জামান আসিফকে চেয়াম্যান হিসেবে দেখতে চাই।
জানতে চাইলে জাতীয় পার্টির মনোনীত আসিফ উজ্জামান আসিফ বলেন, আসন্ন নির্বাচনে ভোটারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি যে-সকল অসম্পূর্ণ কাজ রয়েছে তা আমি সম্পুর্ন করার চেষ্টা করবো। এবং মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ মুক্ত একটি মডেল ইউনিয়ন গড়বো। সর্বস্তরের ভোটারদের প্রতি আমার আহ্বান সবাই’র সহযোগিতা পেলে তাদের পাশে থেকে মানুষের সেবা করতে চাই।
বিএ/