রাজশাহীর পুঠিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দেবাশীষ বসাক সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আল মামুন খান বলেন, আমরা জন্ম ও মৃত্যু নিবন্ধন দিয়ে থাকি। জন্ম কিংবা মৃত্যু নিবন্ধন নিতে আসলে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সবাইকে সচেতন হতে হবে।
বিএ/