নিজস্ব প্রতিবেদক : পুঠিয়ায় ছেলের সঙ্গে ইফতার করায় স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনায় স্বামী জালাল মন্ডল (৬০) কে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ বিকেল সাড়ে ৩ টার দিকে রাজশাহীর পুঠিয়া বাজার থেকে গ্রেফতার করা হয় তাকে। গত ১৫ মে বুধবার ইফতারের পর রাজশাহীর পুঠিয়া উপজেলার নলপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে জামফুরার স্বামী জালাল মণ্ডল (৬০) পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ১৫ মে বুধবার ছেলের বাড়িতে ইফতার করতে গিয়েছিলেন জামফুরা। এতেই ক্ষিপ্ত হন তার স্বামী জালাল। ইফতারের সময়ই জালাল ছেলের বাড়ি থেকে স্ত্রীকে ডেকে আনেন। এরপর ছোরা দিয়ে বুকে, পিঠে, হাতে ও গলায় কোপান তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী তার ছোট ছেলের বউ শাশুড়ির চিৎকার শুনে এগিয়ে যান। ততক্ষণে স্ত্রীকে কুপিয়ে ছোরা হাতে দাঁড়িয়েছিলেন জালাল মণ্ডল। পরে তিনি পালিয়ে যান। এরপর জামফুরা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ওসি জানান, এ ঘটনায় রাতেই নিহত জামফুরার বড় ছেলে লালু মণ্ডল বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এমকে