পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় প্রবাসী ছেলে সিরাজুল ইসলামের ঋণের দায়ে বাবা ইউনুস আলীর দু’টি দোকান দখল করেছেন থানা কৃষক দলের সদস্য সচিব মাহবুর রহমান। এ বিষয়ে ২৫ সেপ্টেম্বর পুঠিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী ইউনুস আলী।
ইউনুস আলী জানান, তার ছেলে সিরাজুল বিদেশে থাকে। যাওয়ার আগে নাকি মাহবুরের কাছ থেকে ১২ লাখ টাকার ঋণ নিয়েছে সে। তবে এ বিষয়ে আদালতে তিনটি মামলা করেছে মাহবুর। এরপরে গত ২২ সেপ্টেম্বর পুঠিয়া ধোপাপাড়া বাজারে আমার দু’টি দোকানের ভাড়াটিয়া দের জোরপূর্বক বের করে দিয়ে সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের ছেলে মাহাবুর। তিনি আরো জানান, দোকান দু’টি দখল নিতে মাহবুর ১০-১২ জন লোকজন নিয়ে এসেছিল। আমি দোকান দুটি দখলমুক্ত করতে থানায় একটি অভিযোগ করেছি। এ কারণে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। প্রাণ বাঁচাতে আমি বাড়িতে থাকতে পারছি না।
এদিকে কৃষক দল নেতা মাহাবুর রহমান জানান, ঋণ নয় আওয়ামীলীগ আমলে চাপে পড়ে ইটভাটা বিক্রি করি সিরাজুল এর কাছে। সকল প্রমাণ পত্র আমার কাছে আছে। ক্ষমতার জোরে ১২ লক্ষ টাকা পরিশোধ করেনি সিরাজুল। সে বিদেশে পালিয়ে গেছে। এ কারণে তাদের দোকান দু’টিতে তালা মেরে দিয়েছি।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ধোপাপাড়া বাজারে দু’টি দোকান দখলের অভিযোগ পেয়েছি। পুরো ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।