রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগ নেতার রামদায়ের কোপে পারভীন বেগম (৩৬) নামের এক নারীর হাতের রগ ও আঙুল কাটা পড়েছে। ওই নারী রামেক হাসপাতালে ভর্তি আছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে পুঠিয়া সদরের টিএণ্ডটি পাড়া এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আসামি করে পুঠিয়া থানায় মামলা করেছে আহত নারীর স্বামী জাহাঙ্গীর আলম।
অভিযুক্ত আসামীরা হলেন ছাত্রলীগের পুঠিয়া পৌর শাখার সহসাধারণ সম্পাদক মো. স্মরণ (২৪) ও তার ভাই পৌর শাখা ছাত্রলীগের স পৌরসভা, সাংগঠনিক সম্পাদক মো. শায়েক (২২) এবং তাদের বাবা টিপু ইসলাম (৫০)।
এরা পুঠিয়া স্টেডিয়াম মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা।
জানা গেছে, দীর্ঘদিন যাবত স্মরণ আর ভাই শায়েক এয়ারগান দিয়ে পাখি শিকার করে। পাখি শিকার করাকে কেন্দ্র করে দুই বছর আগে জাহাঙ্গীর আলমের পরিবারের সাথে তাদের ঝামেলা হয়। পরে ওই বিষয়টি সাবেক জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুলক মাসুদ মীমাংসা করে দেন।
গত শুক্রবার এই বিষয়ে আবার নতুন করে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে স্মরণের বাবার নির্দেশে স্মরণ ও শায়েক তাদের বাড়িতে গিয়ে রামদা দিয়ে কোপাতে থাকে। এসময় জাহাঙ্গীর আলমের বাম পায়ে মারাত্মক আঘাত লাগে এবং তার স্ত্রী পারভীন বেগমের বাম হাতের দুইটি আঙুল কাটা পড়ে এবং কবজির রগ কে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, এ ঘটনায় আহত নারী রামেক হাসপাতালে ভর্তি আছেন। থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/