রাজশাহীর পুঠিয়া সদরের টিএণ্ডটি পাড়া থেকে নূর মহল বেগম (২৮) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার স্বামী আতিকুর রহমান রোববার পুঠিয়া থানায় একটি জিডি করেছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) পুঠিয়া সদরের টিএণ্ডটি পাড়ার একটি ভাড়া বাসা থেকে সকাল পাঁচটার দিকে বের হয়ে আর ফেরেনি নূর মহল বেগম। তিনি এক সন্তানের জননী।
নিখোঁজের স্বামী আতিকুর রহমান জানান, তার গ্রামের বাড়ি পুঠিয়ার শাহবাজপুর গ্রামে। বেঙ্গল বিস্কুটের সেলস রিপ্রেজেনটেটিভের কাজ করার সুবাদে পুঠিয়া সদরের টিএণ্ডটি পাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন তারা। তার স্ত্রী নূর মহল বেগম বেশ কয়েক মাস যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। রোববার সকাল পাঁচটার দিকে তার স্ত্রী বাসার বাইরে যাওয়ার পর আর ফিরে আসেনি। সকল আত্মীয় স্বজন এবং শশুর বাড়িতে খোঁজ নিয়েছি। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এব্যাপারে পুঠিয়া থানায় একটি জিডি করা হয়েছে। ওই মহিলাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিএ/