পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় ধর্ষণ মামলায় সুজন(৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বেলপুকুর ইউনিয়নের চকধাধাশ গ্রামে এ ঘটনা ঘটে৷
এঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে৷ বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বেলপুকুর ইউনিয়নের চকধাদাশ গ্রামের ইয়াকুবের ছেলে সুজন (৩২) গভীর রাতে ভিকটিক একই রাতে এক গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় বাড়িতে তার স্বামী ছিল না। গৃহবধূর চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ধর্ষক সুজনকে আটক করে।
পরে বেলপুকুর থানায় খবর দিলে পুলিশ এসে সুজনকে গ্রেফতার করে ৷ এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে৷ আসামীকে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। সেই সাথে ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এঘটনায় ভিকটিম নিজেই বাদি হয়ে একটি ধর্ষণ মামলা করেছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে৷
বিএ..