পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বিভিন্ন উপজেলায় সরকারি খাদ্যগুদামে ভেজাল ও খাওয়ার অনুপযোগী চাল পাওয়ার পর নড়েচড়ে বসেছে খাদ্য বিভাগ। তারই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন উপজেলার খাদ্য গুদাম গুলোতে চলছে সংশ্লিষ্টদের পরিদর্শন, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজশাহী জেলা খাদ্য অধিদপ্তরের তদন্ত কমিটির একটি দল পুঠিয়া উপজেলার দুটি খাদ্যগুদামে অভিযান চালান। এ সময় ভেজাল ও খাবার অনুপযোগী চালের সন্ধান পান তারা।
এর আগে রোববার সন্ধ্যার আগ মুহূর্তে চালের ওই গোডাউন দুটি পরিদর্শন করেন পুঠিয়া উপজেলা কমিশনার (ভূমি) শিবু দাস। সে সময় দেখা যায় কোথাও ভালো আবার কোথাও খারাপ চাল রয়েছে। দুটি গোডাউনের পুঠিয়া তাহেরপুর সড়কের পাশে যে গুদামটি রয়েছে সেখানে খারাপ চালের দেখা মিলেছে। যার সত্যতাও স্বীকার করেছেন, সেখানে দায়িত্বে থাকা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, সেখানে কিছু ভেজাল ও খাওয়ার অনুপযোগী চাল রয়েছে, চালগুলো দ্রুত পরিবর্তন করার কথা বলা হয়েছে।
পুঠিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন, কিছু চাল খারাপ পাওয়া গেছে তবে গোডাউনের অধিকাংশ চাউল এর মান ভালো আছে। কাঠবিড়ালি যে বস্তাগুলো কেটে ফেলেছে সেগুলোর চাউলের আর্দ্রতার অভাবে খারাপ হয়েছে।
জেলা খাদ্য বিভাগের সহকারী উপ-পরিচালক বিকাশ চন্দ্র বলেন, এসব বিষয় নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা কাজ করছেন। নিম্নমানের চাল কেনার কথা নয়। যদি কেউ এসব করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।