রাজশাহীর পুঠিয়া থানা পুলিশ ৩ টি মামলার ওয়ারেন্ট প্রাপ্ত ১০ জন আসামীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে পুঠিয়া নাটোর ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
নাটোরের মল্লিকহাটি থেকে আব্দুস সালাম মৃধার ছেলে নাদিম হায়দার (২৮) ও কান্দিভিটা এলাকার চান প্রামাণিকের ছেলে আব্দুল মোমিনকে গ্রেফতার করেছেন পুলিশ। এদের বিরুদ্ধে অস্ত্র বিক্রির মামলা নং ১৫ রয়েছে।
এছাড়া ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার করা হয় ওয়ারেন্ট প্রাপ্ত বানেশ্বর পূর্বপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে মাইনুল ইসলাম (৩৬), খুঁটিপাড়ার মৃত আকালুর ছেলে ইদ্রিস আলী (৪৮), নামাজগ্রামের মৃত আবুল কাশেমের ছেলে জাকির হোসেন (২৬), বানেশ্বর পূর্ব পাড়ার মৃত শমশের আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪৮), নামাজগ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে সাইফুল ওরফে সমেজ (৪৯),বানেশ্বর পূর্বপাড়ার লিটন জোয়ার্দারের স্ত্রী কাজলী বেগম (৩৫)।
বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার চুরি মামলার পলাতক আসামী সিরাজগঞ্জ সদর এলাকার শেখ ফরিদের ছেলে
জুবায়ের ইসলাম ওয়াদুদ (৩৫) ও পুঠিয়ার বড় রাঙামাটিয়ার নূরু কবিরাজের ছেলে জিন্নাত আলী (২৩) কে গ্রেফতার করেন তারা।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, ওয়ারেন্ট প্রাপ্ত পলাতক ১০ আসামীকে গতরাতে গ্রেফতার করা হয়েছে। এদেরকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
বিএ/