1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় এক প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থীর অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

পুঠিয়ায় এক প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থীর অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুস সামাদের বিরুদ্ধে অভিযোগ করেছে অপর প্রার্থী বর্তমান চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু। রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার একেএম নুর হোসেন নির্ঝরের কাছে বিভিন্ন অভিযোগ এনে তা লিখিতভাবে দেন তিনি।

অভিযোগে প্রকাশ, আব্দুস সামাদ তার ব্যানার, ফেস্টুনে এলাকার প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করছে। বহিরাগতদের এনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। প্রতিমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে গতকাল শনিবার উপজেলা আ’লীগের সভাপতি নজরুল ইসলাম আওয়ামীলীগের সমর্থন ঘোষণা করেছে আব্দুস সামাদকে। যা আচরন বিধির লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

আগামী ২১ মে পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচন। রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন। অপরদিকে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি জি এম হীরা বাচ্চু মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জি এম হীরা বাচ্চু জানান, আনারস প্রতীকের আব্দুস সামাদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে অভিযোগ করেছি সহকারী রিটার্নিং অফিসারের কাছে।

অভিযোগের বিষয়ে আব্দুস সামাদ বলেন, তার জনপ্রিয়তায় প্রতিপক্ষ দিশেহারা। এর বেশি মন্তব্য করতে চাননি তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার একেএম নুর হোসেন নির্ঝর বলেন, এক চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ পেয়েছি। যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST