রাজশাহীর পুঠিয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হীরা বাচ্চুর নেতৃত্ব বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলা সদরের বিভিন্ন সড়কে অবরোধের নামে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকে সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে পুঠিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম টিপুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে জি এম হীরা বাচ্চু, পুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি ফয়েজ আহমেদ, পৌর ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ইসমাইল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন ও সাবেক ছাত্রলীগ নেতা এবিএম শাখাওয়াত হোসেন বাসার প্রমুখ।
বিএ/