1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় ইয়াবার আসর থেকে ডাকাত গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০ জানয়ারী ২০২৫, ০:৩৮ অপরাহ্ন

পুঠিয়ায় ইয়াবার আসর থেকে ডাকাত গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

রাজশাহীর পুঠিয়ায় ইয়াবার আসর থেকে সাব্বির(৩৫) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সে কাঁঠালবাড়িয়া গ্রামের বাবুল আলীর ছেলে। তবে একই স্থান থেকে কাজল(৪০) আরেকজনকে আটক করা হলেও রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেয় পুলিশ। সে একই গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (৬ অক্টোবর) রাত আটটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তারা পুঠিয়া সদরের কাঁঠালবাড়িয়া সুজন মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। সেখানে তারা ইয়াবার আসর থেকে দুই জনকে আটক করে। পরে সাব্বিরকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং কাজল নামের আরেকজনকে ছেড় দেয় পুলিশ।

মামলার আইও ফিরোজ মাহমুদ বলেন,সাব্বির নামক একজনকে ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার করা হয়েছে।তাকে অনেকদিন থেকে আমরা খুঁজছিলাম। সে চুরি, ডাকাতি, ছিনতাইসহ হাফ ডজন মামলার আসামী।

বাড়িওয়ালা সুজন মণ্ডল জানান, তার বাড়িতে দুইজন মহিলাকে ভাড়া দিয়েছি। তার গান বাজনা করে। কিন্তু সাব্বির আর কাজলের মত ডাকাত ছিনতাইকারী ওই বাসায় কেন আসলো সে প্রশ্ন আমারও। তবে তাদের দুইজনকে পুলিশ নিয়ে গেছে বলে আমার ভাড়াটিয়ারা জানায়।

গ্রেফতার সাব্বিরের স্ত্রী মায়া বেগম শনিবার সকাল দশটার দিকে জানান, তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আমার পরিবারের লোকজন তাকে দেখতে থানায় এসেছি।

থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, একজনকে গ্রেফতার আর আরেকজনকে ছেড়ে দেওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই। আমি আমার কাজে চারঘাট যাচ্ছি।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST