পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় ইট বোঝাই ট্রলি উল্টে আল আমিন (১৩) নামের এক ট্রলির হেলপার নিহত হয়েছে। নিহত আল আমিন নাটোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের মিলন আলীর ছেলে। রবিবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার পুঠিয়া রাজবাড়ী বাজর আড়ানী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নাটোর আর বি আর ভাটা থেকে ইট বোঝাই একটি ট্রলি আড়ানী কালোহাটি যাওয়ার সময় পুঠিয়া রাজবাড়ী সড়কের হোগলা দিঘীর কাছে ট্রলির সামনের চাকা বাস্ট হয়ে ট্রলিটি উল্টে দিঘীর
মধ্যে পড়ে যায়। সেসময় ট্রলিতে থাকা হেলপার আল আমি ট্রলির নিচে চাপা পড়ে ঘটনা স্থলে গুরুত্বর জখম হয়। সেসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন মারা যায়।
খবর ২৪ ঘণ্টা/আর