সারা দেশের ন্যায় রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাত ১২ টা এক মিনিটে ভাষা শহিদদের স্বরণে পুস্পস্তবক অপর্ণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এসময় উপজেলা প্রশাসন ও পুঠিয়া থানার পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদে চিত্র অংকন, বই পড়া,আবৃতি, বিতর্কপ্রতিযোগিতা, দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়াও ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন প্রমূখ।
বিএ/