খবর২৪ঘণ্টা ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্বউঁচনা গ্রামের একটি পুকুর থেকে মরিয়ম (৭) ও মুনিরা (৬) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। নিহতরা ওই গ্রামের সহোদর রুবেল ও মোখলেছ হোসেনের মেয়ে।
পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, দিনব্যাপী বৃষ্টির মধ্যেই সোমবার বিকালে শিশু দুটি খেলতে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পর তারা আর বাড়ি ফেরিনি। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধ্যানে মাইকিং করা হয়। পরে স্থানীয় একটি পুকুর থেকে গ্রামবাসী তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে।
কমিউনিটি পুলিশের ইউনিয়ন সভাপতি গোলাম মর্তুজা বলেন, শিশু দুটি আপন চাচাতো বোন। পরিবার এবং গ্রামবাসীর ধারণা, খেলতে গিয়েই পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনছুর রহমান জানান, শিশু দুটির মৃত্যু কারণ খতিয়ে দেখা হচ্ছে।
খবর২৪ঘণ্টা, এমকে