নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর রেলওয়ে কলনী বোস্তিপাড়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করা হলেও এর রহস্য উদঘাটনে নেই পুলিশের উল্লেখযোগ্য তৎপরতা। ঘটনাস্থলে বিভিন্ন আলমত থাকলেও পুলিশ তা এড়িয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ।
বুধবার (১ জানুয়ারী) সকালে ৭টার দিকে রেলওয়ে কলনী বোস্তিপাড়ার একটি পুকুরে যুবকের মৃতদেহ ভাষতে দেখে সেখানে জড়োহন এলাকার মানুষ। এসময় তারা পুলিশে খবর দিলে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। পরে মৃত দেহটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এবিষয়ে পুলিশের চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, মৃত ব্যাক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। এটি হত্যা কিনা সে বিষয়ে কোন ধারণা নেই পুলিশের কাছে। তবে এলাকাবাসী বলছেন, এর আগেও এই এলাকা ও তার আশেপাশে এমন ঘটনা ঘটেছে একাধিক বার।
বিএ..