খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেছে দুই ভাই। মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে তাদের লাশ ভেসে ওঠে।
নিহতরা হলো- উপজেলার সাইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামের মনমোহন রায়ের ছেলে ছোটন রায় (১০) এবং ধনঞ্জয়ের ছেলে তমাজ রায় (১২)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকালে ছোটন ও তমাজ বাড়ির অদূরে একটি পুকুরে মাছ ধরতে যায়। বেলা ১১টার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে। ওই সময় তাদেরকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘন্টা/নই