নিজস্ব প্রতিবেদক : সেলফি তোলার সময় পুকুরে পড়ে যাওয়া মোবাইল পানিতে নেমে খুঁজতে গিয়ে ডুবে মহিউদ্দিন তাজ (২৩) নামের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি রুয়েটের ১৫ তম ব্যাচের প্রথম বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। জিয়াউর রহমান হলের ৪১৮ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলায়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ জানান, বৃহস্পতিবার দুপুর একটার দিকে রুয়েট ছাত্র মহিউদ্দিন তাজ পুকুর পাড়ে সেলফি তুলছিলেন। সেলফি তোলার সময় হাত থেকে মোবাইলটি পুকুরের
পানিতে পড়ে যায়। এরপর ওই ছাত্র মোবাইল খুঁজতে পানিতে নেমে ডুবে যান। এসময় ওই পুকুর পাড়ে অপরদিকে থাকা তিনজন লোক তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। ওসি আরো জানান, পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
আর/এস