খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত বিদ্রোহে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় করা হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো হাইকোর্টে রায় পড়া শুরু হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার একটু আগে মামলায় রায় পড়া শুরু করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
গতকাল প্রথম দিনের মতো বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ রায় ঘোষণা শুরু হয়। ওইদিন বেঞ্চের অন্য দুই বিচারপতি ছিলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। প্রথম দিনের রায় পড়া শেষে আদালত আজ সকাল সাড়ে দশটা পর্যন্ত রায় ঘোষণা মুলতবি করেন। একই সঙ্গে আজ দুপুরের মধ্যেই মূল রায় পড়া শুরু হবে বলে জানান বিচারপতিরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ