খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: পিলখানা ট্র্যাজেডি নিয়ে নিজেরাই বিপদে পড়বেন বলে বিএনপিকে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, পিলখানার হত্যাকাণ্ডের বিচার নিয়ে বেশি ঘাঁটালে বিপদে পড়তে হবে তাদের, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে।
কাদের আরও বলেন, বিএনপি তাদের দলের অপরাধের জন্য কখনও কাউকে বিচারের সম্মুখীন করেনি। অপরাধ করে কেউ পার পেয়ে যাবে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবেন না। হতেও দেবেন না।
খবর২৪ঘন্টা/নই