1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘পিয়া রে’র টাইটেল ট্র্যাকে বলিউডি চমক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

‘পিয়া রে’র টাইটেল ট্র্যাকে বলিউডি চমক

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুলা, ২০১৮

বিনোদন,ডেস্ক: ‘পিয়া রে’র টাইটেল ট্র্যাক তো আগেই মুক্তি পেয়ে গিয়েছে৷ তাহলে এখন আবার কেন টাইটেল ট্র্যাকের কথা উঠছে? এটাই ভাবছেন তো? কারণ মুক্তি পাওয়া টাইটেল ট্র্যাকেও এল নতুন চমক৷ গানটির ফিমেল ভারশনটি গেয়েছিলেন আজিজ কৌর৷ মেল ভারশনের জন্য সকলেই অপেক্ষা করেছিল৷ অবশেষে মুক্তি পেল সেটি৷ আর তাতেই রইল সারপ্রাইজ৷ এই ভারশনটি গাওয়া সোনু নিগমের৷ শ্রোতা এবং দর্শকদের মধ্যে এরই মধ্যে হইচই পড়ে গিয়েছে ‘পিয়া রে’র টাইটেল ট্র্যাক নিয়ে৷

সম্প্রতি মুক্তি পেয়েছে সোনু নিগমের গাওয়া টাইটেল ট্র্যাকটি৷ যা খুব কম সময়ের মধ্যেই সারা ফেলে দিয়েছে নেটদুনিয়ায়৷ জিৎ গঙ্গোপাধ্যায় সঙ্গীতকার যখন, গান তো হিট হবেই৷ সঙ্গে সোনু নিগমের সুদিং ভয়েস৷ পাশাপাশি প্রিয় চট্টোপাধ্যায়ের লিরিকস৷ সব মিলে মিশে এ বছরের সেরা স্যাড সং উঠেছে গানটি৷

ভিডিওর কমেন্ট সেকশনে ফ্যানেদের প্রশংসার অন্ত নেই৷ বহু অনুরাগী পেয়েছেন ‘প্রেম আমার’ ছবির ছোঁয়া৷ গানের মধ্যে কোনও রোম্যান্স একেবারেই নেই৷ রয়েছে কেবল বিরহ৷ গানের মধ্যে ফুটে উঠেছে শ্রাবন্তী এবং সোহমের অভিনয় ক্ষমতাও৷ তাঁদের রশায়ন নিয়ে কারও কোনও ক্ষেদ বা অভিযোগ নেই৷ কারণ শ্রাবন্তী সোহমের অনস্ক্রিন এবং অফস্ক্রিন কেমিস্ট্রি দুটোই অসাধারণ৷

ছবির দুই মুখ্য চরিত্র রিয়া এবং রবি৷ রবির নিজের সবটা দিয়ে রিয়াকে ভালবাসে৷ রিয়ার প্রেমে রবি এতটাই অন্ধ যে দিন রাত শুধু ওরই কথা ভেবে যায়৷রিয়ার চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধায় এবং রবির ভূমিকায় অভিনয় করেছেন চক্রবর্তী৷ গরীব ঘরের মেয়ে রিয়া৷ কিন্তু সৎ, স্বাবলম্বী, সোজা কথা সোজা ভাবেই পছন্দ করে সে৷ রূপে নয়, রিয়ার গুণে মুগ্ধ হয়ে রবি তার প্রেমে পড়ে৷ একটা সুন্দর প্রেমের কাহিনী শুরু হতে না হতেই এন্ট্রি নিল ভিলেন৷ ছবির হিরোইনকে বিরক্ত করে হিরোর কাছে মার খাওয়ার মতো ভিলেন সে নয়৷ বরং নায়কের থেকে বেশ শক্তিশালী৷ রিয়াকে এক আর্থিক কষ্টের সুযোগ নিয়ে তাকে এমন অন্ধকার জগতে পাঠিয়ে, যেখান থেকে তার ফেরার আর কোনও উপায় নেই৷

ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন সোমরাজ মাইতি৷ টেলিভিশনের হার্টথ্রব সোমরাজ৷ আমাদের মগজে ভিলেন বলতে যেমন একটা চেহারা আঁকা রয়েছে তার এক্কেবারে উল্টো সোমরাজ৷ সেটারই সদব্যবহার করেছেন পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায়৷ আর পাঁচটা কমার্শিয়াল ছবির ভিলেনের মতো নয়৷ নম্র ভদ্র চেহারার সোমরাজকে সাংঘাতিক অপরাধীকেই চরিত্রে ফুটিয়ে তুলতে চেয়েছেন অভিমুন্য৷ রিয়া যে ঘেরাটোপে বন্দি সেখান থেকে বেরনো অসম্ভব৷ অগত্যা কাউকে কিছু না জানিয়ে রবিকে ছেড়ে চলে যায় রিয়া৷ সাধারণ ছেলে হতে পারে রবি কিন্তু ভালবাসাই তার কাছে সবচেয়ে বড়ো অস্ত্র৷ আপ্রাণ চেষ্টা করে রিয়াকে খুঁজে বের করবে সে৷ তবে মিল কী হবে? রিয়া আর রবি আগের মতো এক হতে পারবে? কী এমন জালে জড়িয়ে গেল রিয়া যেখান থেকে ফেরা দুর্বিসহ হয়ে উঠল? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ছবির মুক্তির দিন৷

শহর ছাডা়ও ছবির বেশ খানিকটা অংশ শ্যুট করা হয়েছে পাহাড়ে৷ যার বেশ ভাল কয়েকটি সিক্যুয়েন্স ট্রেলারে দেখা গিয়েছে৷ ডিগ্ল্যামারাস লুকে দেখা গেল শ্রাবন্তীকে৷ সোহম, শ্রাবন্তী এবং সোমরাজ ছাড়াও অভিনয় করেছেন সুপ্রিয় দত্ত, কাঞ্চন মল্লিক, শুভদ্রা, বুদ্ধদেব ভট্টাচার্য৷ ছবির সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়৷ ২৭ জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি৷

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST