বিনোদন,ডেস্ক: সঞ্জু সুপারহিট। আর ছবিতে তাবড় অভিনেতাদের পাশাপাশি হিট অভিনেত্রী করিশ্মা তন্নাও। ক্যামিও চরিত্র হলেও, ছবিতে ‘পিঙ্ক নাইটিতে’ বিশেষ নজর কেড়েছেন অভিনেত্রী। রণবীর কাপুরের সঙ্গে দুটি গানের দৃশ্যও রয়েছে তাঁর।
‘পিঙ্ক নাইটি’র পর এবার কালো বিকিনিতে দেখা দিলেন করিশ্মা। সম্প্রতি এক ফটোশ্যুটের জন্য কালো বিকিনিতে দেখা যায় তাঁকে। ফটোশ্যুটের হট ছবি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন করিশ্মা। তারপর থেকেই তা ভাইরাল। করিশ্মার বিকিনি ছবি দেখে, ‘সঞ্জু’র হিট গান ‘মুঝে চান্দ পে লে চলো’র লাইন গাইছেন ভক্তরা।
‘সঞ্জু’র সাফল্যের পর আরও বেশ কিছু বলিউড ছবিতে করিশ্মা তন্নাকে দেখা যাবে বলে আশা তাঁর ভক্তদের। এছাড়াও একতা
কাপুরের দুটি সিরিয়ালেও অভিনয় করছেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/জেএন