রয়েল খান স্পোর্টস ডেস্ক: অল্পের জন্য মুখ রক্ষা হল বার্সেলোনার৷ নাহলে চলতি লা লিগায় প্রথম হারের স্বাদ পেতে চলেছিল মেসি, সুয়ারেজ, কুটিনহোরা৷
সচরাচর মেসি, সুয়ারেজ যুগলবন্দির পা থেকে গোল আশা করে বার্সেলোনা৷ এক্ষেত্র কাতালান ক্লাবের পরিত্রাতা হয়ে দাঁড়ালেন জেরার্ড পিকে৷ ৮০ মিনট পর্যন্ত পিছিয়ে থাকা বার্সেলোনা পিকের একমাত্র গোলেই চলতি লা লিগায় অপরাজেয় থাকার রেকর্ড বজায় রাখে৷
গত আড়াই সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার এসপানিয়লের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা৷ গত মাসে কোপা ডেল রে-র কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জয় পায় বার্সা৷
ভালভারদে এই ম্যাচে মেসিকে রিজার্ভ বেঞ্চে রেখে দল নামান৷ প্রথমার্ধের পুরো সময়টা মাঠে নামার জন্য অপেক্ষা করতে হয় এলএম টেনকে৷ কুটিনহোকে শুরু থেকেই মাঠে নামান বার্সা কোচ৷ সব মিলিয়ে ভ্যালেন্সিয়ার বরুদ্ধে শেষ ম্যাচে জয় তুলে নেওয়া প্রথম একাদশে পাঁচটি বদল ঘটিয়ে এসপানিয়লের সঙ্গে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন ভালভারদে৷ বৈপ্লবিক এই রদবদলের মাশুলও দিতে হয় তাঁর দলকে৷
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে৷ ৫৯ মিনিটে রবার্তোকে বসিয়ে মেসিকে মাঠে নামায় বার্সা৷ ৬৬ মিনিটে সার্জিও গার্সিয়ার পাশ থেকে গোল করে এসপানিয়লকে এগিয়ে দেন জেরার্ড মোনেরো৷ ৮২ মিনিটে মেসির ফ্রি-কিক থেকে হেডে গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান পিকে৷ বাকি সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়৷
এসপানিয়লের বিরুদ্ধে ড্র-য়ের পর লা লিগার ২২ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ায় ৫৮৷ তারা যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে৷
খবর২৪ঘণ্টা.কম/রখ