গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চলতি বছর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মোট ৫২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বরাবরের মতো এবারও রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতন (কেজি স্টান্ডার্ড) ৩২ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায়
শীর্ষস্থান ধরে রেখেছে। এছাড়াও আলীনগর ইউনিয়নের নুরজাহান প্রি-ক্যাডেট স্কুল ২৪ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে এবং ২০ জন জিপিএ-৫ পেয়ে তোজাম্মেল হোসেন একাডেমী উপজেলায় তৃতীয় স্থানে রয়েছে। অপরদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলায় মোট ১৪ জন জিপিএ-৫ পেয়েছে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।