খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: নেইমারের দল ছাড়ার গুঞ্জন অব্যাহত। অন্যদিকে কোচ উনাই এমেরির সঙ্গে পিএসজি নতুন করে চুক্তি করবে কি না তা নিয়ে ছিল দারুণ ধোঁয়াশা। অবশেষে সব ধোঁয়াশা কাটিয়ে দিলো খোদ পিএসজিই। নেইমারের দলছাড়ার গুঞ্জনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে দিলো ফরাসি ক্লাবটি। পার্ক ডি প্রিন্সেসে উনাই এমেরির পরিবর্তে আগামী মৌসুম থেকে দায়িত্বভার গ্রহণ করবেন থমাস টাচেল। পিএসজির পক্ষ থেকেই সোমবার এ ঘোষণা দেয়া হয়েছে।
সর্বশেষ টাচেল কোচের দায়িত্ব পালন করেছিলেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে। যদিও ২০১৭ সালের মে মাসে বরুশিয়া থেকে বরখাস্ত হন। অভিযোগ ছিল, ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন তিনি। অথচ তার তিনদিন আগেই তিনি বরুশিয়াকে উপহার দিয়েছিলেন জার্মান ক্লাব কাপ ডিএফবি পোকালের শিরোপা।
গত এক সপ্তাহ ধরেই পিএসজির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন টাচেল। তবে, আলোচনা এক সপ্তাহের হলেও পিএসজি অনেক আগে থেকেই চোখ রেখেছিল টাচেলের ওপর। এর মূল কারণ, পিএসজির মালিক শেখ তামিম বিন হাম্মাদ আল থানিই সিদ্ধান্ত নিয়েছিলেন টাচেলকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার। টাচেল অনর্গলভাবে ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন। এমনকি তার খেলার স্টাইলটা খুবই আক্রমণাত্মক। এই স্টাইলটা আবার বেশ পছন্দ পিএসজির মালিকপক্ষের।
এমেরির অধীনে চলতি মৌসুমে লিগ ওয়ানের শিরোপা জয় করেছে পিএসজি। একই সঙ্গে জিতেছে ফ্রেঞ্চ কাপের শিরোপাও। তবুও এমেরির এই সাফল্য যথেষ্ট নয় পিএসজি কর্মকর্তাদের কাছে। তাদের চাই আরও বেশি, ইউরোপিয়ান পর্যায়ের সাফল্য। কারণ, এমেরির অধীনে টানা দুই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বার্সা এবং রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ফরাসি ক্লাবটিকে। পিএসজি কর্মকর্তারা চায়, ইউরোপিয়ান পর্যায়ের, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এ কারণেই তারা বিদায় করে দিয়েছে এমেরিকে।
পিএসজির নতুন কোচ হিসেবে নাম ঘোষণার পর থমাচ টাচেলের নাম ঘোষণার পর তিনি বলেন, ‘এটা খুবই আনন্দের, গৌরবের এবং উচ্ছাসা ছিল যে পিএসজির মত ক্লাবের কোচ হবো। আমার এখন আর তর সইছে না যে, এই ক্লাবটির সেরা সেরা খেলোয়াড়দের নিয়ে আমি অনুশীলন শুরু করবো, যারা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’
সাফল্যের প্রতিশ্রুতি দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার কোচিং স্টাফদের নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো, ক্লাবের কাংখিত সাফল্য এনে দেয়ার। ঘরোয়া লিগের সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সাফল্যও যোগ করতে চাই আমরা।’
খবর২৪ঘণ্টা.কম/নজ