খবর২৪ঘণ্টা ডেস্ক: পা ভেঙে রাজধানীর বেসরকারি হাসপাতাল স্কয়ারে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। প্রাতঃভ্রমণের সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে এ ঘটনার শিকার হন তিনি।
৫ জুলাই, বৃহস্পতিবার সকাল ৭টায় রাজধানীর মিন্টু রোডে মন্ত্রীর সরকারি বাংলোতে শ্যাওলাযুক্ত রাস্তায় হঠাৎ পড়ে যান সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
ঘটনায় মন্ত্রীর হিপ জয়েন্টে প্রচণ্ড আঘাত লাগে। পরে মন্ত্রীকে নগরীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে করানোর পর রিপোর্ট দেখে চিকিৎসকরা জানান, মন্ত্রীর বাঁ পায়ের হিপ জয়েন্টের হাড় ভেঙে গেছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ খবর নিশ্চিত করেছেন।
মাইদুল ইসলাম বলেন, ‘স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীকে আগামী দু-তিন দিনের মধ্যে সার্জারি করা হবে। তিনি বর্তমানে সুস্থ আছেন। সকলের দোয়া চেয়েছেন।’
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।