1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাসের হারে এবারও শীর্ষে রাজশাহী বোর্ড - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

পাসের হারে এবারও শীর্ষে রাজশাহী বোর্ড

  • প্রকাশের সময় : রবিবার, ৬ মে, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে অবস্থান করছে রাজশাহী বোর্ড।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ (রোববার)। এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এরমধ্যে ৮ বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ। আর মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এক লাখ ১০ হাজার ৬২৯ জন। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২ হাজার ৮৪৫ জন। ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

এবার রাজশাহী বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৭০ শতাংশ। ৭০ দশমিক ৪২ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড।

তবে গত বছর ৫৯ দশমিক ০৩ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থানে ছিল কুমিল্লা বোর্ড। এবার তারা ৮ বোর্ডের মধ্যে পাসের হারে তৃতীয় অবস্থানে রয়েছে। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৪০ শতাংশ।

অন্যন্য বোর্ডের মধ্যে ঢাকায় পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ, বরিশালে ৭৭ দশমিক ১১ শতাংশ, যশোরে ৭৬ দশমিক ৬৪ শতাংশ, চট্টগ্রামে ৭৫ দশমিক ৫০ শতাংশ এবং দিনাজপুরে ৭৭ দশমিক ৬২ শতাংশ শতাংশ।

এছাড়া জিপিএ-৫ পেয়েছে রাজশাহী বোর্ডে ১৯ হাজার ৪৯৮ জন, কুমিল্লা বোর্ডে ৬ হাজার ৮৬৫ জন, যশোর বোর্ডে ৯ হাজার ৩৯৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৮ হাজার ৯৪ জন, বরিশাল বোর্ডে ৩ হাজার ৪৬২ জন, সিলেট বোর্ডে ৩ হাজার ১৯১ জন ও দিনাজপুর বোর্ডে ১০ হাজার ৭৫৫ জন পরীক্ষার্থী।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST