খবর ২৪ ঘণ্টা ডেস্ক: পার্লামেন্টে বিরোধী দলের মর্যাদা না পেলেও বিজেপি-কে ফাঁকা মাঠে খেলতে দিতে নারাজ কংগ্রেস। দলের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, মাত্র ৫২ জন সাংসদ থাকলেও কংগ্রেস পার্লামেন্টের ভেতরে “সাহসী সিংহের স্পর্ধা” নিয়ে লড়াই করবে। বিজেপি যাতে লোকসভার অভ্যন্তরে “ওয়াকওভার” না পায়, তা নিশ্চিত করবেন তার দলের আইনপ্রণেতারা।
প্রসঙ্গত, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে দলের ৫২ জন আইনপ্রণেতা বিজয়ী হয়েছেন। তবে বিরোধী দলের মর্যাদা পেতে হলে অন্তত ৫৫ জন আইনপ্রণেতা প্রয়োজন। গত শাসনামলের মতো এবারও তাই কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পাবে না। ত্রয়োদশ লোকসভায় কংগ্রেসের আইনপ্রণেতার সংখ্যা ছিল মাত্র ৪৪।
শনিবার সোনিয়া গান্ধী সংসদীয় দলের নেতা মনোনীত হওয়ার পর তার ছেলে রাহুল টুইটারে লিখেছেন, লোকসভায় দলের মাত্র ৫২ জন আইনপ্রণেতা রয়েছেন ঠিকই, “তবে দেশের সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি রক্ষা করার জন্য আমরা সাহসী সিংহের স্পর্ধা নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। প্রধান বিরোধী দল হিসাবে কংগ্রেস যথাযথভাবে তার দায়িত্ব পালন করবে। বিজেপি কোনভাবেই সংসদে ওয়াকওভার পাবে না।”
দলের মুখপাত্র রণদীপ সুরজওয়ালা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, কংগ্রেস বিরোধী দলনেতার পদের দাবি জানাবে না।
দলের সংসদীয় কমিটির নেত্রী নির্বাচিত হওয়ায় সোনিয়া গান্ধীকে এদিন অভিনন্দন জানিয়েছেন রাহুল। তিনি লিখেছেন, “শ্রীমতি সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শক্তিশালী ও কার্যকরী বিরোধী দলের ভূমিকা পালন করবেন। সংবিধানের পক্ষে গুরুত্বপূর্ণ অবস্থান রাখবেন।”
খবর২৪ঘণ্টা, জেএন