খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে পারিবারিক কলহের জেরে সাইদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ১৭৭নং নয়াটোলা চতুর্থ তলার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন জানান, আমার ভাই সাভারে ভূমি অফিসে আউটসোর্সিংয়ের কাজ করত। সে নেশা করত, এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো- সে কারণেই ফাঁস দিয়েছে।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ফরিদপুর। চার ভাই ও এক বোনের মধ্যে সে সবার বড়। দুই কন্যার জনক ছিলেন তিনি।