পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও ফার্মেসি বিভাগের যৌথ উদ্যোগে ‘‘পুষ্টি ও খাদ্য নিরাপত্তা’’ বিষয়ক দিনব্যাপী একটি সেমিনার রোববার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যানালাইসিস এন্ড রিসার্স ল্যাবরেটরি এডভান্স রিসার্চ সেন্টারের প্রধান গবেষক ও সহযোগী অধ্যাপক ড. লতিফুল বারী। তিনি পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী বলেন, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা আমাদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
খাদ্য নিরাপত্তার বিষয়ে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। প্রকৃতি থেকে যেসব খাবার আমরা ভেজাল মুক্ত পাই, সেসব খাবার আমাদের খেতে হবে। একমাত্র স্বাস্থ্যসম্মত খাবারই আমাদের সকল প্রকার রোগ থেকে দূরে রাখতে পারে। তিনি বলেন, বিষমুক্ত দেশী ফল ও শাক সবজির প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. খায়রুল আলম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. হাবিবুল্লাহ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. মুশফিকুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, রসায়ন বিভাগের চেয়ারম্যান রতন কুমার পাল, ফামের্সি বিভাগের চেয়ারম্যান আশীষ কুমার সরকার, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক ফারুক আহমেদ।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।