পাবনা প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ওপরে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনায় ভূমিমন্ত্রী পুত্র তমালসহ হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পাবনা শহরের গোপালপুর লাহিড়ীপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা অভিযোগ করেন, বুধবার (২৬ ডিসেম্বর) ঈশ^রদী আলহাজ¦ হাইস্কুল মাঠে নির্বাচনী গণসংযোগকালে প্রকাশ্য দিবালোকে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র শিরহান শরীফ তমালের নেতৃত্বে ৩০/৪০ জনের সন্ত্রাসী দল হামলা চালায়। তারা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে হাবিবুর রহমান হাবিবকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আমাদের নেতাকর্মী তাকে বাঁচাতে এগিয়ে আসলে, তাদেরকেও ছুরিকাঘাত করার চেষ্টা করেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা এবং ভূমিমন্ত্রীপুত্র তমালসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হামলার ঘটনা ঘটেছে আওয়ামীলীগ নেতাদের এমন দাবীর জবাবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, মনোনয়ন নিয়ে বিএনপির মনোমালিন্যের অনেক আগেই অবসান ঘটেছে। হামলার সময় আমি নিজে ভূমিমন্ত্রীর পুত্র ও ঈশ^রদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে লাল রঙের শার্ট পরিহিত অবস্থায় পিস্তল হাতে ঘুরতে দেখেছি। তমাল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি রনির নেতৃত্বে হাবিবুর রহমান হাবিবকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। হুমকী ধামকি দিয়ে নির্বাচনের মাঠ থেকে বিএনপি নেতাকর্মীদের সরাতে না পেরে, তারা হাবিবুর রহমান হাবিবকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা করেছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান, সহ-সভাপতি মাসুদ খন্দকার, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ মাসুম, আনিসুল হক বাবু, জেলা যুবদল সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, সাধারণ সম্পাদক হিমেল রানা উপস্থিত ছিলেন।
এদিকে, বিএনপি প্রার্থী হাবিবুর রহমানের উপর হামলায় জড়িতদের গ্রেফতারে প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী। তিনি জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব, বিজিবি পুলিশ কাজ করছে। নির্বাচনে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় যথেষ্ঠ প্রস্তুতি রয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই