পাবনা প্রতিনিধি : স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় পাবনা-৩ এলাকায় আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রবিবার বিকেলে আনন্দ শোভাযাত্রা বের হয়ে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পাবনা-৩ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা ও তাদের সমর্থকরা মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় আলাদা পথসভায় বক্তব্য দেন মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ। চাটমোহর ডিগ্রি কলেজ গেটের সামনে এদিন বিকেল তিনটায় পথসভা দিয়ে শুরু হয় শোভাযাত্রা। এরপর ভাঙ্গুড়া উপজেলার বকুলতলা এবং ফরিদপুর উপজেলার ওয়াজি উদ্দিন খান মুক্ত মঞ্চে পথসভা হয়।
পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিএমএ পাবনা জেলা শাখার সভাপতি ডা. মো: গোলজার হোসেনের সভাপতিত্বে এসব পথসভায় বক্তব্য দেন, এমপি মনোনয়ন প্রত্যাশী পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্টার, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক উপ-পরিষদ সদস্য সচিব আতিকুর রহমান আতিক ও প্রকৌশলী আব্দুল আলিম, পাবনা জেলা বারের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট শাহ আলম, জেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: বাকিবিল্লাহ, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন প্রমুখ।
বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী নেতারা ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায়’ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। সেইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বর্তমান এমপির পরিবর্তে নতুন মুখের প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি জানান। সেইসাথে দেশকে এগিয়ে নিতে নৌকা প্রতিকের কোনো বিকল্প নেই উল্লেখ করে আগামী নির্বাচনেও নৌকাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান তারা।
খবর২৪ঘণ্টা.কম/নজ