প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০জন যাত্রী নিয়ে নৌকাটি পার্শ্ববর্তী সদর উপজেলার কোলচরী থেকে নতুন গোহাইলবাড়ী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে রওনা হয়। রওনা হওয়ার কিছুক্ষণ পরই নৌকাটি ডুবে যায়। যাত্রীদের প্রায় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও তাহিরন ডুবে যায়।
পরে তাকে উদ্ধারের দ্রুত সুজানগর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সেলিম মোরশেদ তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় তৃষা খাতুন (২০) নামে এক কলেজছাত্রী সহ আহত ৫ জনকে সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন