পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টুর পিতা ও পাবনা জজ কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট তোফাজ্জল হক আর নেই। গতকাল বুধবার সকাল পৌনে এগারোটার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার হেলিকাপ্টার যোগে তাকে পাবনা নিজ বাসভবনে নিয়ে আসা হয়। গতকাল বুধবার ভোরের দিকে পুনরায় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বিকেল ৩টার দিকে মরহুমের মরদেহ ঈশ্বরদীর মহাদেবপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পর মরদেহ পাবনায় নিয়ে আসা হয়। এরপর বাদ এশা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ শেষে পাবনা বালিয়াহালট গোরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যু সংবাদে পাবনা সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজর অধ্যক্ষ হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ানম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু, ঈশ্বরদী পৌর মেয়র মোখলেছুর রহমান বাবলু, পাবনা পৌরসভার প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালু, পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ মাসুম বগা, পাবনা বারের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আহাদ বাবু, জজ কোর্টের সাবেক পি.পি বিলায়েত আলী বিল্লু, বর্তমান জিপি হোসেন শহিদ সোরওয়ার্দী, সদর উপজেলা অওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীন, পাবনা চেম্বার অফ কমার্সের সহ সভাপতি ও মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী মর্তুজা বিশ্বাস সনি, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা বারের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী, পাবনা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, প্রেস ক্লাবের সহ-সভাপতি কামাল সিদ্দিকী, প্রেসক্লাবের সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ, পাবনা পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী, আইনজীবীরা সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ