পাবনা ব্যুরো: : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে পাবনা জেলা ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক এ্যাসোসিয়েশন। এ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় সংগঠনের কার্যালয় থেকে বের করা হয় বিজয় র্যালী। বর্ণাঢ্য র্যালীটি শহরের এম. আব্দুল হামিদ রোড পদক্ষিণ করে পাবনার কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভ দূর্জয় পাবনায় গিয়ে শেষ হয়।
র্যালী শেষে সংগঠনের পক্ষ থেকে দূর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, পাবনা জেলা ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক এ্যাসোশিয়েশন’র সভাপতি মো. মফিজুর রহমান বাবলা, প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ আবেদ হোসেন আবেদ, সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম রেজা, আওয়ামী লীগ নেতা শেখ রাসেল আলী মাসুদ, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হাজী শরিফ, বদিউল আলম শিপন, আব্দুর রাজ্জাক, আব্দুল মুকিত সাবু, রিয়াজুল হাকিম উজ্জ্বল, আব্দুল মান্নান টিপু, আবুল কালাম আজাদ, নাঈম রেজা শিপন, ইয়াসিনুল হক শাহী, ফজলুর রইসান তপন, সোহেল আক্তার, রেজা প্রমূখ। এসময় এশিয়ান টিভি ও দৈনিক দিনের শেষের পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, দৈনিক খবর বাংলার প্রকাশক শামীম আহমেদ, সাপ্তাহিক সত্যের স্বাক্ষ্য পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ওয়াদুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ