পাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৮ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই বিক্রেতাকে আটক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল পাবনা সদর উপজেলার জালালপুর বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে এদের আটক করে।
আটকরা হলেন- লালমনিরহাট কালিগঞ্জ থানার শাখাতি এলাকার কোরবান আলীর ছেলে আবু তালেব (৪৫), বর্তমান ঠিকানা হাতিবান্ধা থানা ধৌলাই ও লালমনিরহাট সদর থানার দুরাকুটি এলাকার মো. হোসেন আলী ছেলে ট্রাকচালক মো. তোজাম্মেল হক (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে অত্র এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেএন