পাবনা প্রতিনিধি: পাবনায় ৪টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বাদশা সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। রবিবার (৩০ জুন) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, দুইটি পাইপগান, ১৮ রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র সহ বাদশা সর্দারকে আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করে সোমবার (০১ জুলাই) দুপুরের দিকে আটক বাদশাকে পাবনা সদর থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও র্যাব জানায়।
খবর২৪ঘণ্টা, জেএন