পাবনা ব্যুরো: নিখোঁজের তিনদিন পর পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আখক্ষেত থেকে আসিক হোসেন (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্কুল শিক্ষার্থী পাবনা সদর উপজেলার গাছপাড়া ইউনিয়নের খাঁ পাড়া এলাকার অটোচালক আবুল কাশেমের ছেলে।
গত ২৪ জুলাই থেকে সে নিখোঁজ ছিল। এ ব্যাপারে পাবনা সদর থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘন্টা/নই