1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাবনায় স্কুলের দেয়াল ধসে আহত এক শিক্ষার্থীর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

পাবনায় স্কুলের দেয়াল ধসে আহত এক শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

পাবনা প্রতিনিধিঃ পাবনায় স্কুলের সীমানা দেয়াল ধ্বসে আহত চার শিশু শিক্ষার্থীর মধ্যে আফরিন খাতুন (৯) নামের এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গুরুতর আহত ৩ শিশু শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে।

নিহত শিশু শিক্ষার্থী আফরিন পাবনা পৌর এলাকার শিবরামপুর মহল্লার আইয়ুব আলীর মেয়ে এবং ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

শনিবার সকাল নয়টার দিকে পাবনার পৌর সদরের শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুলের প্রধান শিক্ষক এনামুল কবির সিদ্দিকী জানান, সংস্কার কাজের জন্য স্কুলের দেয়াল ঘেঁষে বালুসহ নির্মাণ সামগ্রী রেখেছিলেন ঠিকাদার। সকালে স্কুলে খেলাধুলা করার সময় হঠাৎ সীমানা দেয়াল ধ্বসে পড়ে শিক্ষার্থীদের ওপর। এতে গুরুতর আহত হয় শিবরামপুর মহল্লার আইয়ুব আলীর দুই মেয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আফরিন খাতুন (৯) ও প্রথম শ্রেণীর শিক্ষার্থী আফসানা খাতুন (৭), মানিক রতনের ছেলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ইসমাইল হোসেন (৬) এবং আমির উদ্দিনের ছেলে শিশু শ্রেণীর শিক্ষার্থী আল আমিন (৫)।

আহত চারজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আফরিন ও ইসমাইলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আফরিন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার রফিকুল ইসলাম আফরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST