পাবনা প্রতিনিধিঃ শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ-২০১৮ উপলক্ষে পাবনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গণসাক্ষরতা অভিযান ও বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক জোড়বাংলা সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান অনুষ্ঠানে সভাপতিত্ব এবং মডারেটরের দায়িত্ব পালন করেন। প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় ধারণাপত্র উপস্থাপন ও স্বাগত বক্তব্য দেন, বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির পরিচালক আব্দুর রব মন্টু।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, এনজিও কর্মি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মিরা উপস্থিত ছিলেন। সভায় তাদের সুচিন্তিত পরামর্শ এবং সুপারিশ জানিয়ে বক্তব্য রাখেন। সভায় মানসম্পন্ন শিক্ষা ও সবার জন্য শিক্ষা নিশ্চিত করে এসডিজি-৪ বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা শিক্ষা খাতে ১৮ শতাংশ বরাদ্দ বাড়ানোর দাবী জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ