পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামে এক খামার শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রনি হোসেন একই ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামের কবির হোসেনের ছেলে। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে পুলিশ ধরবিলা গ্রামের জাহাঙ্গির আলমের মুরগির খামারের পাশ থেকে মরদেহ উদ্ধার করে। নিহত রনি জাহাঙ্গীর আলমের মুরগির খামারে শ্রমিক হিসাবে কাজ করতো।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জালাল উদ্দিন জানান, সোমবার রাতে রনি মুরগির খামার দেখার জন্য খামারে যায় রনি। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা খামারের পাশে রনির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ আরো জানায়, কারা কী কারণে তাকে হত্যা করেছে সেটা জানা যায়নি। তবে এ ঘটনায় থানায় লিখিত কোন অভিযোগ দায়ের হয়নি এখনো। তবে রনির মৃতদেহ দেখে মনে হচ্ছে বৈদ্যুতিক তারে শর্ট খেয়েও মারা যেতে পারে। তবে মূল রহস্য উদঘাটনের জন্যে তদন্ত করা হচ্ছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।