পাবনা ব্যুরো: পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া মহল্লায় রোববার রাতে মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে পিতা আলাল প্রামানিক (৫৭) খুন হয়েছেন।
নিহত আলাল প্রামানিক ওই মহল্লার মৃত সাদেক প্রামানিকের ছেলে। পেশায় রিকশাচালক ও মাদকাসক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার রাতে বাবা-ছেলে এক ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতের পর কোনো এক সময় মানসিক প্রতিবন্ধী ছেলে আলমগীর হোসেন কাঠের বাটাম দিয়ে তার পিতা আলাল প্রামানিকের মাথায় উপর্যুপুরি আঘাত করেন। এরপর ঘরে তালা দিয়ে বাইরে এসে ঘুমিয়ে পড়েন মানসিক প্রতিবন্ধী ছেলে আলমগীর।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ও ছেলেকে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
খবর২৪ঘন্টা/নই