পাবনা ব্যুরো: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষ উদযাপন এবং করোনা সচেতনতা বিষয়ে পাবনায় ‘উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে পাবনার জালালপুরে রতœদীপ রিসোর্টে সভার আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) পাবনা শাখা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।
বিডিএমএ পাবনা জেলা শাখার সভাপতি ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ডাঃ এম সাহিদুর রহমান, পাবনা শাখার সাধারণ সম্পাদক ডাঃ জহুরুল ইসলাম, সাবেক সভাপতি ডাঃ আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শামসুল হক টুকু বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করছেন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসাররা। তাদের দাবির বিষয়ে সরকার আন্তরিক। তাই সেবার মানসিকতা নিয়ে সবাইকে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।
খবর২৪ঘন্টা/নই