নিহত আব্দুস সোবাহান (৪০) জেলার সাঁথিয়া উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।
শনিবার রাতে পাড়করমজা কবরস্থান এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মাদক চালানের খবর পেয়ে পুলিশ অভিযানে বের হয়েছিল। কিন্তু কবরস্থান এলাকায় পৌঁছানোমাত্র কতিপয় মাদক ব্যবসায়ী গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছুড়লে বেশ কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়।
“গোলাগুলির একপর্যায়ে অন্য হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে সোবাহানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।”
এ ঘটনায় দুই কনেস্টেবল আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান পরিদর্শক আমিনুল।
তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম হেরোইন, একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে। সোবহানের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকের ১১টি মামলা রয়েছে। সোবহান একজন পেশাদার মাদক ব্যবসায়ী।”
এএইচআর