পাবনা প্রতিনিধি : পাবনার আতাইকুলা থানার শ্রীপুর বাজারে হাফিজ মিয়া (৪২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত হাফিজ জেলার আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার লক্ষিপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।
শনিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শ্রীপুরের চতরা বিলের আধিপত্য নিয়ে স্থানীয় সাব্বির (৪০) নামের এক যুবকের সঙ্গে হাফিজের বিরোধ চলছিল।
শনিবার বিকেলে এনিয়ে হাফিজের সঙ্গে সাব্বিরের কথা কাটাকাটির এক পর্যায়ে হাফিজ সাব্বিরকে চড় থাপ্পড় মারে। এরই জের ধরে রাতে সাব্বির ও তার লোকজন শ্রীপুর বাজারে হাফিজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত হাফিজ চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি (লাল পতাকার) আঞ্চলিক নেতা ছিলেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
খবর২৪ঘণ্টা, জেএন