1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাবনায় নৌকায় বেড়াতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

পাবনায় নৌকায় বেড়াতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

পাবনা ব্যুরো: বিলে নৌকায় বেড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে ধাক্কা খেয়ে পানিতে পড়ে তামিম হোসেন (১৮) নামে এক মেধাবী স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তামিম সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আবু তাহেরের ছেলে। সে এ বছর এসএসসি পাশ করেছে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল।

সোনাতলা গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন খান জানান, পরিবারের সদস্যদের সাথে তামিম গাজনার বিলে নৌকা ভ্রমণে যায়। পরে ভ্রমন শেষে বাড়ি ফেরার পথে নৌকার সামনে দাঁড়িয়ে থাকা তামিম বিলের উপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারের ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায়। পরে নৌকায় থাকা পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন নিখোঁজ তামিমকে খোঁজাখুঁজি করলেও বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল আটটা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পাওয়ার পরপরই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধান চালায়। কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে সন্ধান চালাবে। আমরা তাদেও সহযোগিতা করবো।

পারিবারিক সুত্র জানায়, তামিম প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে এবং ২০২০ সালে দুলাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে গোল্ডেন জিপিএ-৫ লাভ করে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team