পাবনা ব্যুরো: পাবনায় নিখোঁজ হওয়ার একদিন পর জহুরুল সরদার (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহুরুল সরদার উপজেলার সাতানির চর এলাকার আফতাব আলী সরদারের ছেলে।
সোমবার সকালে পাবনার সাঁথিয়া উপজেলার সাতানির চর এলাকার একটি ক্যানাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জহুরুল সরদার মাছের ব্যবসা করতো বলে জানা গেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, শনিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয় জহুরুল। রাতে বাড়ি ফিরে না আসায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে। সোমবার সকালে স্থানীয়রা জহুরুলের বাড়ির পাশের ক্যানালে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
খবর২৪ঘণ্টা.কম/রখ