পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলাধীন সিংগা বাইপাস এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুনিল রায় নামে ৬৫ বছর বয়স্ক এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যার আগে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে সিংগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুনিল রায় সিংগা ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন ।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুল হক জানান, সিংগা বাইপাস এলাকায় বাই সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি পণ্যবাহী ট্রাক সুনিল রায়কে চাপা দেয় । তাঁকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।